এম. এম. কায়সার, স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ২২:৩৪

অনন্য উচ্চতায় বিরাট কোহলি
শুধু নামেই নয়, কাজেও বিরাট কোহলি সত্যিকার অর্থেই বি..রা..ট!
ব্যাটসম্যান হিসেবে ক্রমশই যা করে চলেছেন ভারত অধিনায়ক তাতে আরো অনেক বিষয়ের সঙ্গে একটা সত্য পরিস্কার-ওয়ানডে ক্রিকেট ব্যাটিংয়ের নতুন সম্রাট পেয়ে গেছে!
ক্রিকেটে একের সঙ্গে অন্যের তুলনা সবসময়ে বিতর্কের বিষয়। সময়, প্রেক্ষাপট, প্রতিপক্ষ, পরিসংখ্যান, প্রতিযোগিতা, নান্দনিকতা বা উৎকর্ষতা এমনসব অনুষঙ্গকে তুল্যমুল্যের বিচারে এনে সবাইকে একছাঁচে ফেলা যায় না। আর তাই বিতর্ক বা গলাবাজি এড়াতে সহজ সমাধান হিসেবে আপনি বলে দিতে পারে; যে যার সময়ের সেরা!
ভিভ রিচাডর্সের সময় ভিভ সেরা। শচীনের সময়ে শচীন। আর এখন নিজের সময়ে বিরাট কোহলি সেরা!

তবে পারফরমেন্সের যে ধারাবাহিকতা দেখাচ্ছে বিরাট কোহলির ব্যাট, তাতে এটা মানতেই হচ্ছে সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যানের জন্য যদি কোন মুকুট থাকে তাহলে দাবিটা তারই বেশি!
মাত্র ৩০ বছর বয়সে ব্যাট হাতে ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি যা করেছেন এবং করে চলেছেন, তেমন নজির যে আগে কেউ দেখাতে পারেননি। মাত্র ২২৫টি ওয়ানডে ম্যাচে ৪১ নম্বর সেঞ্চুরি! হ্যাঁ বলতে পারেন শচীন টেন্ডুলকারের তো এরচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি আছে। শচীনের ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা ৪৯টি।
শচীনের থেকে মাত্র ৮ সেঞ্চুরি পেছনে বিরাট কোহলি। ৮ এর আগে মাত্র যোগ এই কারণে যে বিরাট কোহলি যে গতিতে ওয়ানডেতে ছুটছেন তাতে সেঞ্চুরির হানড্রেড মিটারের এই রেসে তাকে মনে হচ্ছে উসাইন বোল্ট আর সেই দৌড়ে তাবৎ ক্রিকেট বিশ্ব তারচেয়ে ৩০ মিটার পেছনে!

একটা পরিসংখ্যান দিলে এই অসম লড়াইটা আরো পরিস্কার হবে। বিরাট কোহলির মতো এতো কম ওয়ানডে খেলে এতবেশি সেঞ্চুরির রেকর্ড আর কারো নেই। এই তালিকায় কোহলির পর দ্বিতীয় সেরা অবস্থানে আছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ১৭৪ ওয়ানডে খেলে করেছেন ২৭ সেঞ্চুরি।
এবার এই পরিসংখ্যানের সঙ্গে একটা অন্যরকম তুলনা। আগেই জানা এখন পর্যন্ত কোহলির ২২৫ ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যা ‘বিরাট’; ৪১টি। এবি ডি ভিলিয়ার্স যখন তার ক্যারিয়ারের ২২৫তম ওয়ানডে খেলেছিলেন তখন তার সেঞ্চুরি ছিলো ২৫টি। ২২৮ টি ওয়ানডে খেলে ডি ভিলিয়ার্স গেল বছর আর্ন্তজাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সেই ২৫ সেঞ্চুরি নিয়ে। শচীন টেন্ডুলকার যখন তার ক্যারিয়ারের ২২৫ নম্বর ওয়ানডে খেলেছিলেন তখন শচীনের সেঞ্চুরি ছিলো ২৩টি। শচীন ক্যারিয়ার শেষ করেন ৪৬৩টি ওয়ানডে ম্যাচ খেলে, সেঞ্চুরির সংখ্যা তখন তার ৪৯টি।
ফর্মের যে গতিতে আছেন এখন বিরাট কোহলি সেটা বজায় থাকলে ৪৪৬ নম্বর ম্যাচ যখন খেলবেন তখন তার ওয়ানডে সেঞ্চুরি হবে ৮২টি!

ভাববেন না যে বিরাট কোহলি শুধু ওয়ানডেতেই সেঞ্চুরি করেন, টেস্টে করেন না! মাত্র ৭৭ টেস্টে তার সেঞ্চুরি এখন ২৫টি। এখনো পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলা হয়নি তার। টেস্টে বাকি সাত প্রতিপক্ষের পাঁচ দলের বিপক্ষেই ডাবল সেঞ্চুরি আছে তার।
তিন ফরমেটের ক্রিকেটেই পঞ্চাশের ওপর রান গড়, আর কার আছে?
পেছনের দুই বছর ধরে ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি ব্যাট হাতে যা করেছেন সেটা বাকিরা শুধু স্বপ্নেই দেখেন। একটা উদাহরণ দেই-২০১৭ সাল থেকে আজ পর্যন্ত (৯ মার্চ, ২০১৯) বিরাট ওয়ানডেতে করেছেন ১৫টি সেঞ্চুরি। এই সময়কালে পুরো পাকিস্তান দলের সেঞ্চুরির সংখ্যা এরচেয়ে এক কম!
অতএব জ্যামিতিক প্রমান; লোকে করে রান, আর কোহলি সেঞ্চুরি!

