নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬

এতে বলা হয়, গাজা প্রশাসনের ভবিষ্যৎ, সম্ভাব্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ ( পিএ ) শাসনব্যবস্থা নিয়ে নেতানিয়াহু, টনি ব্লেয়ার গোপন বৈঠক করেন।
তবে, নেতানিয়াহুর কার্যালয় বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
আরও পড়ুন:টনি ব্লেয়ারকে গাজার প্রশাসক হিসেবে মানবে না ফিলিস্তিনিরা: হামাস নেতা
বিস্তারিত জানার জন্য পরিচিত সূত্রগুলো কেএএনকে জানায়, ব্লেয়ার নেতানিয়াহু এবং আরব রাষ্ট্র উভয়ের সাথেই বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা উপত্যকার কিছু নির্দিষ্ট এলাকার নিয়ন্ত্রণ নেয়ার অনুমতি দেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।
এটি প্রাথমিকভাবে একটি পাইলট স্কিম হিসেবে পরিচালিত হবে, যা সফল হলে স্থায়ী হবে বলে প্রতিবেদনে বলা হয়।
এদিকে, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী প্রশাসনের তত্ত্বাবধান করার নেতৃত্ব নিতে ব্লেয়ারকে প্রস্তাব দিয়েছিলেন।
তবে, ৭ নভেম্বর ফিলিস্তিনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা দাবি করেন, এর মধ্য দিয়ে গাজা উপত্যকা পরিচালনাকারী ‘পশ্চিমা বোর্ড’ ব্রিটিশ ম্যান্ডেটের দিনে ফিরে যাবে।
অন্যদিকে, ব্লেয়ার ২৩ নভেম্বর ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখের সাথে দেখা করে গাজা যুদ্ধের পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। সেইসাথে পশ্চিম তীর এবং ফিলিস্তিনি রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা করেন বলে জানানো হয়।
শেখ একটি এক্স পোস্টে এসব তথ্য জানান।
আরও পড়ুন:হোয়াইট হাউসে ট্রাম্পের গাজা বৈঠকে টনি ব্লেয়ার!
২০২৩ সালের অক্টোবর থেকে, ইসরাইল গাজায় ৭০,০০০ এর বেশি মানুষকে হত্যা করেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া প্রায় ১,৭১,০০০ জন আহত হয়েছেন।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

