অন্যান্য সংবাদ

বাগাতিপাড়ায় অতিরিক্ত শীতে রেললাইনে ফাটল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৭

বাগাতিপাড়ায় অতিরিক্ত শীতে রেললাইনে ফাটল

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন হতে পশ্চিমে মালিগাছা অরক্ষিত লেভেল ক্রসিং ২২৯/৪ পিলার এলাকায় রেললাইনে ফাটল দেখা দেয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে লোকমানপুর রেল স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করেন।

 

খবর পেয়ে লোকমানপুর রেলওয়ে নিরাপত্তা পুলিশ ও স্টেশন মাস্টারসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন ও মেরামত কার্য দ্রুত সম্পন্ন করেন। মেরামতের সময় ওই লাইনে ট্রেন ধীর গতিতে চলাচল করে।

 

এর আগে, গত ৮ ডিসেম্বর (সোমবার) নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে রেললাইনে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করতে দেখা যায়। উপজেলার মাধনগরে ২৫৩নং পিলারের কাছে রেললাইনে এই ফাটল স্থানীয়দের নজরে আসে। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দেয়। খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ের মেরামত কর্মীরাও ওইদিন বেলা ১১টার দিকে ফাটলের অংশটি মেরামত করেন।

বাগাতিপাড়ায় অতিরিক্ত শীতে রেললাইনে ফাটল | সময় নিউজ