খেলা

ক্ষমতায় এলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি: খসরু

নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৫

ক্ষমতায় এলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি: খসরু

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘এনইআইআর বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, 

 

সবার একটা করে স্মার্টফোন থাকা দরকার। কিন্তু সেই পণ্যটা মানুষের হাতে তুলে দিতে পারছি না। অথচ ডিজিটাল বাংলাদেশের বক্তব্য শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেলাম। ক্ষমতায় এলে বিএনপি চেষ্টা করবে কত কম দামে মানুষের হাতে স্মার্টফোন তুলে দেয়া যায়।

 

আরও পড়ুন: মুক্ত পরিবেশ না থাকলে কোন বিনিয়োগ আসবে না: আমীর খসরু

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা অ্যাসেম্বল করে, তারা ইমপোর্ট নিয়ন্ত্রণ করে মনোপলি তৈরি করবে। এটা বিপদজনক। তাই এই নীতি পুনর্বিবেচনা করা দরকার। বিএনপি ক্ষমতায় এলে এটা রিভিউ করবে। সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসে প্রয়োজন মতো পরিবর্তন আনা হবে।

 

এ সময় যেকোনো ধরণের মনোপলি মুক্তবাজার অর্থনীতির পরিপন্থি বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

 

আরও পড়ুন: ভোক্তার কর্মকর্তারা বাজারে লোক দেখানো অভিযান চালায়: খসরু

 

‘পৃষ্ঠপোষকতার পলিসি কখনো কাজ করবে না। এ ধরণের পলিসি শুধু গুটিকয়েক মানুষকে সুবিধা দেয়’, যোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ক্ষমতায় এলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি: খসরু | সময় নিউজ