খেলা

পাঁচ মাস পর ফিরেই কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ১৯:৫১

পাঁচ মাস পর ফিরেই কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

কম্বোডিয়ার মাঠে জয় তুলে নিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ফুটবলে পাঁচ মাসের বিরতি কাটিয়ে ফিরেই মনে রাখার মতো এক জয় পেলো বাংলাদেশ ফুটবল দল। কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সবচেয়ে বড় কথা- নোমপেনে স্বাগতিকদের বিপক্ষে জাতীয় দল তুলে নিয়েছে জয়।

আন্ডারডগ হিসেবেই শনিবার মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। কারণ ফিফা র‌্যাঙ্কিংয়ে কম্বোডিয়া ছিল এগিয়ে। তাদের অবস্থান ১৭২। বাংলাদেশ আছে ১৯২তম স্থানে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেই দলটিকেই কীনা হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে ড্রয়ের পথে এগোচ্ছিল লড়াই। কিন্তু ম্যাচের ৮৩তম মিনিটে বদলি মিডফিল্ডার রবিউল হাসান গড়ে দেন ব্যবধান। হাসিমুখে মাঠ ছাড়ে বাংলাদেশ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/09/1552140220082.jpg

এনিয়ে টানা দুই হারের পর জয় দেখল ফুটবল দল। বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্বে গত অক্টোবরে লাওসকে হারায় তারা।

শনিবার প্রথমার্ধে অবশ্য তেমন নজরকাড়া ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। এরমধ্যে ৫৪তম মিনিটে অবশ্য দল এগিয়ে যেতে পারতো। মতিন মিয়ার পাস ধরে জামাল ভূইয়া দুর্দান্ত এক শট নিয়েছিলেন। কিন্তু কম্বোডিয়ার গোলরক্ষক কোনরকমে আটকে দেন। ৭৮তম মিনিটে মাশুক মিয়া জনি একটি গোলের সুযোগ হাতছাড়া করেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/09/1552140236846.jpg

খেলার ৮২তম মিনিটে এসে জয়সূচক গোলটি পেয়ে যায় বাংলাদেশ। মাহবুবুর রহমান সুফিল পাস দেন রবিউলকে। এরপরই প্লেসিং শটে তিনি বল পাঠিয়ে দেন কম্বোডিয়ার জালে।

পাঁচ মাস পর ফিরেই কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ | সময় নিউজ