রাজনীতি

নারী-শিশু অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ২২:৪৭

নারী-শিশু অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / ছবি: সংগৃহীত

বর্তমানে নারী ও শিশুরা অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখী, সমৃদ্ধশালী ও সম্মানজনক জীবন কামনা করে মির্জা ফখরুল বলেন, `আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। অর্ধেকেরও বেশী নারী অধ্যুষিত বাংলাদেশের নারীরা সবসময়ই থেকেছে অবহেলিত। দেশের নারীদের কল্যাণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।'

তিনি আরও বলেন, `খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীন নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নে যথাযথ উদ্যোগের কারণেই বাংলাদেশে পিছিয়ে থাকা নারীরা নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে অনেকটাই সক্ষম হয়েছে। তবে বর্তমান শাসনকালে উদ্বেগের বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি। বর্তমান দুসময়ে নারী ও শিশুরা অতি মাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে।'

বিএনপির মহাসচিব বলেন, `দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে বন্দী। নারী হলেও তাঁর ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে।'

নারী-শিশু অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে: ফখরুল | সময় নিউজ