জাতীয়

রাজশাহীতে ১৮৭০ বোতল মদসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪.কম

প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১৫:২৬

রাজশাহীতে ১৮৭০ বোতল মদসহ যুবক গ্রেফতার

মদসহ গ্রেফতারকৃত যুবক / ছবি: বার্তা২৪

রাজশাহীতে প্রায় ১ হাজার ৮৭০ বোতল দেশি মদসহ সহিম আলী ওরফে শিমুল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বুধবার (০৬ মার্চ) দুপুরে রাজপাড়া থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (০৫ মার্চ) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর সিলিন্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

গ্রেফতার শিমুল জেলার চারঘাট উপজেলার খর্দগোবিন্দপুর গ্রামের লোকমান আলীর ছেলে। র‌্যাবের দাবি- শিমুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত।

র‌্যাব-৫ এর জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে সিলিন্দা এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৮৭০ বোতল দেশি মদসহ সহিম আলী ওরফে শিমুলকে আটক করা হয়।

পরে বুধবার নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়।

রাজশাহীতে ১৮৭০ বোতল মদসহ যুবক গ্রেফতার | সময় নিউজ