স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১৫:৪৩

রাজধানীর নগর ভবনে মেয়রের উপস্থিতিতে মতামত দিচ্ছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা/ ছবি: সৈয়দ মেহেদী
রাজধানীর পুরান ঢাকা থেকে সকল প্রকার কেমিক্যাল গোডাউন ও কারখানা অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর গঠিত টাস্কফোর্স অনিয়ম ও ব্যবসায়ীদের হয়রানি করছে বলে অভিযোগ তুলেছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা।
বুধবার (৬ মার্চ ) সকালে রাজধানীর নগর ভবনে আয়োজিত ‘পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ব্যবসায় সংকট ও সম্ভাবনা, করণীয় এবং বর্জনীয়' শীর্ষক এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তারা।
সভায় ব্যবসায়ীরা বলেন, ‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল ও কারখানা অপসারণের উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু অভিযানের নামে আমাদের হয়রানিসহ নানা রকমের অনিয়ম করা হচ্ছে। অনেক সময় দেখা যায়, টাস্কফোর্স কোনো গুদামে ঝুঁকিপূর্ণ রাসায়নিকের সন্ধান না পেলেও সেই বিল্ডিং এর সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে।’
‘আবার অনেক সময় লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে কিন্তু কাউকে জেল হাজতে পাঠাচ্ছে না। আমরা জানতে চাই, কেন শুধু অর্থ জরিমানা করা হয়? তারা পার্সেন্টেজ পান বলে?’
ব্যবসায়ীরা আরও বলেন, ‘পুরান ঢাকায় এই সব ব্যবসা যুগ যুগ ধরে তিলে তিলে গড়ে উঠেছে। এক মাসে সব কারখানার সরানো অসম্ভব। এতে অনেকে ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমরা ছয় মাস সময় চাচ্ছি, পাশাপাশি এই টাস্কফোর্স যে অনিয়ম করছে, তা বন্ধের দাবি জানাচ্ছি।’

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘টাস্কফোর্স এই জন্য গঠন করি নাই যে, পুরান ঢাকা থেকে সকল ব্যবসায়ীদের তাড়িয়ে দেব, তাদের ব্যবসায় বুলডোজার চালিয়ে দেব, তাদেরকে লাঞ্ছিত করব।’
‘টাস্কফোর্সের উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি নিরসণের মধ্য দিয়ে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তারপরও আমি টাস্কফোর্সের কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি যে, কোনো ব্যবসায়ীকে হয়রানি করা যাবে না।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ।

