জাতীয়

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আটোচালক খুন

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ২৩:২৮

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আটোচালক খুন

ছবি: বার্তা২৪

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবুল কাশেম (২৫) নামে এক অটোরিকশার চালক খুন হয়েছেন।

রোববার (১০ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে নগরীর আকুয়া মোড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম স্থানীয় মৃত লিয়াকত আলীর ছেলে।

নিহতের মা কমলা বেগম বলেন, `সন্ধ্যার পর দুইজন লোক তাকে ডেকে নিয়ে যায়। পরে রাতে খবর আসে স্থানীয় ছোহরাব আলীর ইটভাটার সামনে একটি অটোরিকশায় আমার ছেলের লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।‘

যারা ডেকে নিয়ে গিয়েছিল তাদের চিনতে পারেননি বলেও জানান তিনি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা থেকে এ খুনের ঘটনা ঘটেছে।

দ্রুত সময়ের মধ্যেই এ ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আটোচালক খুন | সময় নিউজ