জাতীয়

শপথ নিলেন ডিএনসিসির মেয়র আতিকুল

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম

প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ১২:৩৬

শপথ নিলেন ডিএনসিসির মেয়র আতিকুল

শপথ নিলেন ডিএনসিসির মেয়র আতিকুল। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে আতিকুলকে শপথ পাঠ করান।

গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন আতিকুল ইসলাম। তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের স্থলাভিষিক্ত হলেন। শপথ নিয়ে মেয়র আতিকুল ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

শপথ নিলেন ডিএনসিসির মেয়র আতিকুল | সময় নিউজ