জাতীয়

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৫ মার্চ ২০১৯, ১৯:১১

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে র‌্যাবের হাতে গ্রেফতার দুই জন/ ছবি: সংগৃহীত

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙিয়ে পুলিশেরে উপ-পরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার (৫ মার্চ) র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.কাইয়ুমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন মো.শাকিল আক্তার ও মো.মনিরুল হক।

মো.কাইয়ুমুজ্জামান খান বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে আসছিল। তারা টাকার বিনিময়ে পুলিশের এসআই পদে চাকরি প্রত্যাশীদের চাকরি দেবে বলে আশ্বাস দেয়। পরে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং উধাও হয়ে যায়।’

তিনি বলেন, ‘পরে বিষয়টি র‍্যাব-১০ এর নজরে আসলে তাদের বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি করা হয়। পরে সোমবার (৪ মার্চ) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।’

গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২ | সময় নিউজ