আইন-আদালত

দুর্নীতি মামলায় খালাস পেলেন এমপি হাবিবুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ১৭:৩৭

দুর্নীতি মামলায় খালাস পেলেন এমপি হাবিবুর রহমান

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন ঢাকা-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান মোল্লা।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় প্রদান করেন।

অসুস্থতার কারণে হাবিবুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

২০০৭ সালের ২৯ মে এমপি হাবিবুর রহমান মোল্লা ও তার পোষ্যদের স্থাবর/অস্থাবর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেয় দুদক। ঐ বছরের ১০ জুন তিনি দুদকে হিসাব বিবরণী দাখিল করেন।

মামলায় সম্পদ বিবরণীতে দুই কোটি ৩২ হাজার ৫৪৮ টাকা জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়।

২০০৭ সালের ৩ অক্টোবরে দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন।

দুর্নীতি মামলায় খালাস পেলেন এমপি হাবিবুর রহমান | সময় নিউজ