বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৩:৫৮

দিশা পাতানি ও টাইগার শ্রফ
‘আমরা শুধু বন্ধু।’ টাইগার শ্রফ অথবা দিশা পাতানিকে যখনই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়, জবাবে সবসময় তারা এই একটি কথাই বলে থাকেন। তবে এই তারকা জুটির যে মন দেওয়া-নেওয়া চলছে সেটি কারও অজানা নয়।
দিশার সঙ্গে প্রেম নিয়ে টাইগার কোনো মন্তব্য না করলেও সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ।
এক সংবাদ সম্মেলনে ছেলের প্রেম নিয়ে জ্যাকি শ্রফকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২৫ বছর বয়সেই আমার ছেলে একজন মেয়ে বন্ধু পেয়ে গেছে। তবে দিশা ও টাইগার একসঙ্গে নাচ এবং শরীরচর্চা করে।
মজা করে জ্যাকি শ্রফ আরও বলেন- ‘তারা বিয়েও করতে পারেন। তবে সবকিছু নির্ভর করছে তাদের উপর।’
আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জ্যাকি শ্রফ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সালমান খান। সেই সঙ্গে আরও দেখা যাবে- দিশা পাতানি, টাবু ও কমেডিয়ান সুনীল গ্রোভারকে।

