বিনোদন

শহিদের এতো দামি মোটরসাইকেল!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ১৪:২৫

শহিদের এতো দামি মোটরসাইকেল!

শহিদ কাপুর

মোটরসাইকেলের প্রতি এক অন্যরকম ভালোলাগা রয়েছে বলিউড অভিনেতা শহিদ কাপুরের। এ কথা কম বেশি সকলেরই জানা। সম্প্রতি নিজেকেই নিজে একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন ‘হায়দার’খ্যাত এই তারকা।

বিএমডব্লিউ আর১২৫০ জিএস অ্যাডভেঞ্চার মোটরসাইকেল কিনেছেন শহিদ কাপুর। যার বাজারমূল্য ১৬ কোটি ৮৫ লাখ রুপি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/09/1552119872486.jpg

নতুন মোটরসাইকেলের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শহিদ লিখেছেন- এই হাসির কারণ ১২৫০। ধন্যবাদ বিএমডব্লিউ মোটর মোটরসাইকেল প্রেমিকে এতো সুন্দর একটি উপহার দেওয়ার জন্য।

শুধু বিএমডব্লিউ আর১২৫০ জিএস নয়, ডুকাটি স্ক্র্যাম্বলার, হারলে ডেভিডসন ও ইয়ামাহা এমটি ০১ মোটরসাইকেলের মালিক শহিদ কাপুর।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/09/1552119899179.jpg

শহিদ কাপুরেএখন ব্যস্ত রয়েছেন ‘অর্জুন রেড্ডি’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে।

শহিদের এতো দামি মোটরসাইকেল! | সময় নিউজ