বিনোদন ডেস্ক
প্রকাশ: ৫ মার্চ ২০১৯, ২১:০৭

কঙ্গনা রনৌত
বলিউডের অভিনেত্রী কঙ্গনা রনৌতের সঙ্গে এখন পর্যন্ত আদিত্য পাঞ্চোলি, অজয় দেবগন, হৃত্বিক রোশনসহ আরও কয়েকজনের প্রেমের খবর চাউর হয়েছে। একাধিক প্রেমের কথা অকপটে স্বীকারও করেছেন ‘কুইন’খ্যাত এই তারকা। তবে কোনো সম্পর্কই টেকাতে পারেননি তিনি।
সম্প্রতি আরও একটি সম্পর্কের কথা স্বীকার করলেন কঙ্গনা। তবে কার সঙ্গে তার প্রেম চলছে সে বিষয়ে কিছু খোলাসা করেননি বলিউডের এই অভিনেত্রী।
নতুন প্রেম নিয়ে কঙ্গনা বলেন- ‘আমরা জীবনে কেউ একজন রয়েছেন। কিন্তু আমার এখন মনে হয়, তার সঙ্গে প্রতিদিন ডেটিং করার মতো কিছু নেই।’
যোগ করে কঙ্গনা আরও বলেন- ‘আমার একটি রোম্যান্টিক দিকও রয়েছে। আর আমার মনে হয়, একজন শিল্পী হওয়ার জন্য এটি খুব জরুরি। ভালোবাসা ছাড়া একটি জীবনের কথা চিন্তা করতে চাই না আমি। ভালোবাসা নিয়ে আমার বেশকিছু বাজে অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমি সেগুলো থেকে দ্রুত বেরিয়ে এসেছি।’

