বিনোদন

প্রেমিকার সঙ্গে থাকছেন অর্জুন রামপাল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১১:২৭

প্রেমিকার সঙ্গে থাকছেন অর্জুন রামপাল

গাব্রিয়েলা ডেমেট্রাইডেস ও অর্জুন রামপাল

স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে ২০১৬ সালে ২০ বছরের সংসারের ইতি টানেন অর্জুন রামপাল। এরপর সাউথ আফ্রিকান মডেল-অভিনেত্রী গাব্রিয়েলা ডেমেট্রাইডেসের সঙ্গে শুরু হয় বলিউডের এই অভিনেতার মন দেওয়া-নেওয়া। এ কথা সকলেরই জানা।

বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে এখন মুম্বাইয়ের অল্ড হিল রোডের বাড়িতেই থাকছেন মেহের। আর প্রেমিকাকে নিয়ে বান্দ্রার পালি হিলের একটি নতুন অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছেন অর্জুন রামপাল।

ভালোবেসে ১৯৯৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অর্জুন রামপাল ও মেহের জেসিয়া। কিন্তু ২০১৬ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। মাহিকা (১৬) ও মায়রা (১৩) নামে দুটি মেয়ে রয়েছে সাবেক এই দম্পতির।

প্রেমিকার সঙ্গে থাকছেন অর্জুন রামপাল | সময় নিউজ