ক্যাম্পাস

ছাত্রদলের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৪:১৫

ছাত্রদলের ওপর হামলা

আহত ছাত্রদলের নেতা, ছবি: বার্তা২৪

দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই নেতার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদল নেতাদের দাবি, ছাত্রলীগের কিছু সংখ্যক নেতা ও কর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসিতে) এ ঘটনা ঘটে। হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনীত সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী তৌহিদুল ইসলামসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

হামলার সময় ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকও উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত আছেন।

ছাত্রদলের ওপর হামলা | সময় নিউজ