ক্যাম্পাস

জাবিতে আপত্তিকর অবস্থায় ২ বহিরাগত আটক

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ২১:২৬

জাবিতে আপত্তিকর অবস্থায় ২ বহিরাগত আটক

আটকৃত দুই বহিরাগত / ছবি: বার্তা২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আপত্তিকর অবস্থায় মাদকদ্রব্যসহ দুই বহিরাগতকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডি নিরাপত্তা শাখায় হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন কথা বলে। এ বিষয়ে প্রক্টরিয়াল বডিকে অবহিত করা হয়। পরবর্তীতে নিরাপত্তা শাখায় নিয়ে গেলে তল্লাশিতে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আকলিমা আক্তার বার্তা২৪.কমকে বলেন, ‘আপত্তিকর অবস্থায় দুইজন বহিরাগতকে ধরা হয়েছে এটা জানতে পেরে আমরা যাই। তাদের সাথে কথা বললে উদ্যত আচরণ করতে থাকে। তল্লাশিতে তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়।’

মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

জাবিতে আপত্তিকর অবস্থায় ২ বহিরাগত আটক | সময় নিউজ