বাংলাদেশ

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হলো দুই ভাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হলো দুই ভাই

শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার গিলন্ড মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুনায়েদ মন্ডল (আড়াই বছর) উপজেলা সদর এলাকার আলী আজগর মন্ডল ও সাহেরা দম্পতির ছেলে। আর জামিল মন্ডল (২ বছর) আলী আকবর মন্ডল ও তাসলিমা আক্তার দম্পতির সন্তান।

 

নিহত জামিলের নানি জানান, সকালে দাদির সঙ্গে বাড়ির বাইরে ঘুরতে বের হয় জুনায়েদ ও তার চাচাতো ভাই জামিল। পরে দাদির অগোচরে তারা কালিগঙ্গা নদীর পাড়ে চলে যায়। কিছুক্ষণ পর দাদি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর নদীর পাড়ে ভাসমান অবস্থায় প্রথমে জামিলের মরদেহ দেখা যায়। কিছু দূরে পরেই জুনায়েদের মরদেহও দেখতে পায় পরিবার। দ্রুত তাদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

 

মানিকগঞ্জ সদর থানার এসআই পুলক কুমার দাস মজুমদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হলো দুই ভাই | সময় নিউজ