দেশের খবর

শেষরাতে খাদে বাস, পুলিশের সহায়তায় বাঁচলো ৫০ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪.কম

প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ১৭:০৩

শেষরাতে খাদে বাস, পুলিশের সহায়তায় বাঁচলো ৫০ যাত্রী

শেষ রাতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসটি, ছবি: বার্তা২৪

টাঙ্গাইলে একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ১৩ জন যাত্রী আহত হলেও পুলিশের দৃঢ়তায় অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেল বাসের ৫০ যাত্রী।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ৪টা। বাসের যাত্রীরা সবাই তখন ঘুমে বিভোর। রাতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা সড়কে যানজট থাকায় কুষ্টিয়া থেকে ৫০জন যাত্রী নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী এসবিএস পরিবহনের এসি বাসটি বিকল্প রাস্তায় চলাচল করতে গিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি এলাকায় পৌঁছলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়।

ওই সময় পুলিশের টহল টিম ওই রাস্তায় টহল দিচ্ছিলো। তারা তাৎক্ষণিক যাত্রীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠে। পুলিশের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। গাড়ির গ্লাস ভেঙে বের করে আনা হয় যাত্রীদের। এতে আহত হয় কমপক্ষে ১৩জন। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, 'যাত্রীসহ এলাকার লোকজন ঘুমে ছিল। বাসটি দুর্ঘটনায় পতিত হওয়ার সাথে সাথে পুলিশের টহল টিমটি ঘটনাস্থল থেকে গাড়ির গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়াতে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। প্রাণে বেঁচে যায় অর্ধশত প্রাণ।'

শেষরাতে খাদে বাস, পুলিশের সহায়তায় বাঁচলো ৫০ যাত্রী | সময় নিউজ