ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ, বার্তা২৪
প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ১০:১৪

ছবি: বার্তা২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। ১০ মার্চ এই নির্বাচনে শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণের কথা ছিল।
নির্বাচনে প্রার্থী ছিলেন উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা এবং সলপ ইউনিয়ন পরিষদের নারী সদস্য সুমাইয়া পারভীন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিবলী ইসলাম কবিতা নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বৃহস্পতিবার বিকেলে নির্বাচন স্থগিতের নির্দেশ দেন।
হাইকোর্টের এ নির্দেশপত্রটি বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান পান্না নির্বাচন কমিশন কর্তৃক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণার অপেক্ষায় ছিলেন।

