ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪
প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ১১:৩০

শিশু লিটন, ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে আবু সাঈদ লিটন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির আঙিনায় খেলার সময় সবার অজান্তে লিটন পুকুরের পানিতে ডুবে যায়।
শনিবার (৯মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
লিটনের বাবা আবুল হোসেন জানান, সকালের দিকে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। এর ফাঁকে কোনো এক সময় পুকুরে পড়ে পানিতে ডুবে যায় লিটন। খোঁজাখুঁজির পর উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুখ তাকে মৃত ঘোষণা করে।

