দেশের খবর

বাহুবল ইউএনওকে অপসারণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জয়পুরহাট, বার্তা২৪.কম

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৮:২৫

বাহুবল ইউএনওকে অপসারণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

ছবি: বার্তা২৪

হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রকৌশলীকে গ্রেফতারের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসীম উদ্দীনের অপসারণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা ও কর্মচারীরা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাক হোসেন জোয়ারদ্দার, উপজেলা প্রকৌশলী মাহবুব আলম, আব্দুল কাইয়ুম, সিরাজুল ইসলাম, সিহাদুল ইসলাম, আব্দুল লতিফ প্রমুখ।

এ সময় তারা, বাহুবল উপজেলার ইউএনও জসিম উদ্দিনকে দ্রুত অপসারণ করে তাকে দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বাহুবল ইউএনওকে অপসারণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন | সময় নিউজ