লোকে রান করে, কোহলি করেন সেঞ্চুরি!
ক্রিকেটে একের সঙ্গে অন্যের তুলনা সবসময়ে বিতর্কের বিষয়। সময়, প্রেক্ষাপট, প্রতিপক্ষ, পরিসংখ্যান, প্রতিযোগিতা, নান্দনিকতা বা উৎকর্ষতা এমনসব অনুষঙ্গকে তুল্যমুল্যের বিচারে এনে সবাইকে একছাঁচে ফেলা যায় না। আর তাই বিতর্ক বা গলাবাজি এড়াতে সহজ সমাধান হিসেবে আপনি বলে দিতে পারে; যে যার সময়ের সেরা!
শনিবার, ৯ মার্চ ২০১৯, ২২:৩৪