ইতিহাস বিকৃতির দায়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন শুভংকর সাহা
বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে ইতিহাস বিকৃতির দায়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বইটির সম্পাদক শুভঙ্কর সাহা। মঙ্গলবার (১২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে ছিলেন আইনজীবী মো. আজিজ উল্লাহ ইমন এবং শুভঙ্কর সাহার পক্ষে ছিলেন আইনজীবী যোবায়ের রহমান।
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯, ১৭:৫৫