ভারতের বাজারে আসছে ২০ রুপির কয়েন
ভারতে ১০ রুপির কয়েনের পর এবার বাজারে আসতে চলেছে ২০ রুপির কয়েন। অর্থমন্ত্রকের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। ১০ রুপির কয়েনের সঙ্গে বেশ কিছু মিল থাকলেও এটি সম্পূর্ণ গোলাকার হচ্ছে না নতুন এ কয়েন।
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯, ২৩:৫