ঢাকায় নামবে টুরিস্ট বাস
রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনটি করে মোট ছয়টি টুরিস্ট বাস নামানো হবে। পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়ানোও হবে। বুধবার (১৩ মার্চ) ঢাকা মহানগরীর পরিবহন খাতে শৃঙ্খলা আনায়ন, বাস রুট রেশনালাইজেশন, কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ে গঠিত কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানান।
বুধবার, ১৩ মার্চ ২০১৯, ২০:৫৯