ঢাকায় একমঞ্চে জেমস-অনুপম-মোনালি-সুরজিৎ
ঢাকায় একমঞ্চে হাজির হতে যাচ্ছেন নগরবাউল জেমস, ওপার বাংলার সংগীতশিল্পী অনুপম রায়, মোনালি ঠাকুর, সুরজিৎ ও বন্ধুরা। আগামী ২২ মার্চ ‘সিগনেচার অব রিদম’ শীর্ষক মেগা কনসার্টে দর্শক-শ্রোতাদের গানে গানে মাতাবেন তারা। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯, ১৮:৬